বর্তমান সময়ে আইফোনের পরেই বেশ জনপ্রিয়তার শীর্ষ স্থান দখল করছে স্যামসাং ব্রান্ডের সকল মোবাইল ফোন গুলো। নিশ্চয়ই আপনি samsung ব্র্যান্ডের মোবাইল ফোন গুলো ক্রয় করতে চাচ্ছেন। অবশ্যই এর ফিচার কিংবা কন্ডিশন সম্পর্কে জানতে আগ্রহী। এমনকি যারা ১০০০০ থেকে ১২ হাজার টাকার মধ্যে samsung ব্র্যান্ডের মোবাইল ফোন গুলো ক্রয় করতে চাচ্ছেন। তাদের জন্য মূলত আজকের এই পোস্ট।
স্মার্টফোনের বাজারে দক্ষিণ কোরিয়ান ইলেকট্রনিক্স নির্মাতা প্রতিষ্ঠান স্যামসাং একটি সু পরিচিত নাম। ব্যবহারকারীর দিক থেকে বিবেচনা করলে বিশ্বের সেরা স্মার্টফোনের তালিকায় samsung স্মার্টফোনটি জায়গায় দখল করে রয়েছে। samsung ব্র্যান্ডের মোবাইল ফোন গুলো হাতের নাগালে দাম থাকার কারণে এবং ইউজার এক্সপেরিয়েন্স ভালো থাকার কারণে আমাদের বাংলাদেশ samsung ফোন বেশ জনপ্রিয়তা লাভ করছে।
বিশেষ করে samsung এ সিরিজের ও এম সিরিজের ফোনগুলো বাজারে আনার পর থেকে ব্যবহারকারীর মন জয় করে নিয়েছে। বর্তমান সময়ে কম দামের মধ্যে ভালো ফিচার দেওয়ার কারণে শাওমি ও রিয়েলমির সাথে সমানে সমানে প্রতিযোগিতায় রয়েছে স্যামসাং। তাহলে চলুন জেনে নেওয়া যাক দেশের বাজারে বেশ জনপ্রিয় স্যামসাং ফোনের বাজার দর সম্পর্কে।
Samsung Galaxy Z Fold5 | স্যামসাং গ্যালাক্সি জি ফোল্ড ৫
samsung galaxy এই ফোনটির অফিশিয়াল দাম দেখলে আপনি চমকে উঠবেন। মজার ব্যাপার হলো যে অফিসিয়াল দামের তুলনায় আনঅফিসিয়াল দাম অর্ধেক। ৭.৬ ইঞ্চি ডিসপ্লে সংযুক্ত রয়েছে এই ফোনটিতে। ফোনটিতে ডিসপ্লে হিসেবে ব্যবহার করেছে ডায়নামিক টু এক্স স্কিনের ডিসপ্লেতে ১২০ হারস রিফ্রেশ রেট তো থাকবেই। এই ফোল্ডে বল ফোনে 6.2 ইঞ্চি কভার ডিসপ্লে রয়েছে। সাইট মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সংযুক্ত রয়েছে এই ফোনটিতে আরও রয়েছে আন্ডার ডিসপ্লে সেলফি ক্যামেরা।
samsung এর টপ অফ দা লাইন ফ্লাগশিপ ক্যামেরা থাকছে জি ফ্লোড ৫ ব্যাকে। ৫০ মেগাপিক্সেলের মেইন ক্যামেরার পাশাপাশি থাকছে 10 মেগাপিক্সেলের ও ১২ মেগাপিক্সেলের জুম ক্যামেরা। সেলফি ক্যামেরা হিসেবে ফোনের ফ্রন্টে রয়েছে চার মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। আরে ফোনটিতে আরো দশ মেগাপিক্সেলের কভার ক্যামেরা রয়েছে। ফোনটিতে প্রসেসর হিসেবে ব্যবহার করা হয়েছে স্ন্যাপস ড্রাগন প্রসেসর। যেকোনো গেমার দের কাছে এই ফোনটি হতে পারে সবচেয়ে জনপ্রিয়। আরে ফোন দিতে ব্যাটারির ব্যাকআপ হিসেবে ব্যবহার করা হয়েছে ৪৪০০ মিলি এম্পিয়ারের ব্যাটারি এবং ২৫ ওয়ার্ডের চার্জিং ব্যবস্থা।
- ব্যাক ক্যামেরা: ৫০ মেগাপিক্সেল ট্রিপল ক্যামেরা
- ফ্রন্ট ক্যামেরা: ৪ মেগাপিক্সেল
- কভার ক্যামেরা: ১০ মেগাপিক্সেল
- ব্যাটারি: ৪৪০০ মিলিএম্প
- ডিসপ্লে: ৭.৬ ইঞ্চি
- কভার ডিসপ্লে: ৬.২ ইঞ্চি
- প্রসেসর: কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮ জেন ২
- র্যাম: ১২ জিবি
- স্টোরেজ: ২৫৬ জিবি
স্যামসাং গ্যালাক্সি জি ফোল্ড ৫ এর দাম: ২৭৯,৯৯৯টাকা
Samsung Galaxy Z Flip5 | স্যামসাং গ্যালাক্সি জি ফ্লিপ ৫
স্যামসাং গ্যালাক্সির এই ফোনটির অফিসিয়াল দামের তুলনায় আনঅফিসিয়াল দাম অনেক কম। ফাইভ জেনারেশনের এই ফ্লিপ ফোনে যে কারো পছন্দ হতে বাধ্য। কারণ এই ফোনটি অনেক স্লিম এবং ইউজার ফ্রেন্ডলি। ৬.৭ ইঞ্চি unproted ডিসপ্লে থাকতে এই ফোনটিতে এবং ১২০ হারস রিফ্রেশ রেট সাপোর্ট করে। ফোনের ব্যাকে রয়েছে ৩.৪ ইঞ্চির কভার ডিসপ্লে যায় এটি ফোল্ড করলে স্মার্টওয়াচের মতই ব্যবহার করা যায়
১২ মেগাপিক্সেলের দুইটি ক্যামেরা রয়েছে এই ফোনটির পিছনে। ফোনটির সামনে রয়েছে দশ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। ফোল্ড ৫ এর মত এখানে ব্যাক ক্যামেরা রয়েছে ব্যবহার করে প্রিভিয়াসহ হাই কোয়ালিটি সেলফি তোলা যায় এই ফোনটির মাধ্যমে। এই ফোনটিতে প্রসেসর হিসেবে ব্যবহার করা হয়েছে স্নাপ্স ড্রাগনের প্রসেসর। ফোনটির ব্যাটারি ব্যাকআপ হিসাবে রাখা হয়েছে 3700 মিলি এম্পিয়ারের ব্যাটারি এবং ২৫ ওয়ার্ডের চার্জিং ব্যবস্থা।
- ব্যাক ক্যামেরা: ১২ মেগাপিক্সেল ডুয়াল
- ফ্রন্ট ক্যামেরা: ১০ মেগাপিক্সেল
- ব্যাটারি: ৩৭০০ মিলিএম্প
- ডিসপ্লে: ৬.৭ ইঞ্চি
- কভার ডিসপ্লে: ৩.৪ ইঞ্চি
- প্রসেসর: কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮ জেন ২
- র্যাম: ৮ জিবি
- স্টোরেজ: ২৫৬ জিবি
স্যামসাং গ্যালাক্সি জি ফ্লিপ ৫ এর দাম: ১৮৩,৯৯৯ টাকা
Samsung Galaxy S24 Ultra | স্যামসাং গ্যালাক্সি এস২৪ আল্ট্রা
samsung এর ২০২৪ সালের সবচেয়ে আকর্ষণীয় মোবাইল ফোনটি রয়েছে স্যামসাং গ্যালাক্সির এস ২৪ আল্ট্রা এই মোবাইল ফোনটি। এই ফোন টির মধ্যে কি নেই যা আপনারা জানেনই না। সবকিছু সংযুক্ত করা হয়েছে এই ফোনটির মধ্যে। দামের তুলনায় অনেক বেশি হওয়ার কারণে অনেক ক্রেতাদের কাছে এটি নেওয়াটা খুবই জুলুম হয়ে যায়।
লেটেস্ট চিফ-সেট থেকে শুরু করে অসাধারণ জুম এবং ভিডিও রেকর্ড করার ফিচার রয়েছে স্যামসাং গ্যালাক্সির এস ২৪ আলট্রা ফোনটিতে। ইন্ডাস্ট্রিয়াল ডিজাইনের এই ফোনের সাথে সিগনেচার পেন থাকছে। এই ফোনটি এতটাই অসাধারণ যে যে কোন ক্রেতার মন জয় করতে সেকেন্ড বরাবর সময় লাগবে না। তবে দামের তুলনায় এই ফোনটি অনেক বেশি হওয়ার কারণে অনেক ক্রেতাই এই ফোনটি কিনতে পারেনা। এই ফোনের ফিচার সম্পর্কে জানতে চাইলে নিচের অংশেই মনোযোগ দিয়ে পড়ুন ধন্যবাদ।
- ব্যাক ক্যামেরাঃ কোয়াড ক্যামেরা (২০০+১০+১০+১২ মেগাপিক্সেল)
- ফ্রন্ট ক্যামেরাঃ ১২ মেগাপিক্সেল
- ব্যাটারিঃ ৫০০০ মিলিএম্প
- ডিসপ্লেঃ ৬.৮ ইঞ্চি
- প্রসেসরঃ স্ন্যাপড্রাগন ৮ জেন ২
- র্যামঃ ১২ জিবি
- স্টোরেজঃ ৫১২ জিবি
স্যামসাং গ্যালাক্সি এস২৪ আল্ট্রা এর দামঃ ২৪৩,৯৯৯ টাকা