গুগল পিক্সেল ৫ ফোনটি বাংলাদেশের ব্যাপক সাড়া ফেলেছে। আর এই ফোনটি ক্রয় করার জন্য মোবাইলের দোকানগুলোতে ক্রেতারা ভিড় জমাচ্ছে। আর অনেক জন তো রয়েছে যারা কিনা অনলাইনের মাধ্যমে গুগল পিক্সেল ফাইভ এর ফোনটি ক্রয় করার পূর্বে এই ফোন সম্পর্কে বিস্তারিত জানতে চায়। কারণ এত টাকা দিয়ে একটি ফোন ক্রয় করবেন আর এই ফোনের বিস্তারিত জানতে পারবেন না তা কেমন করে হয়। আর তাই তো আজকের এই আলোচনায় আমরা এই ফোনের বিস্তারিত তথ্য জানিয়ে দেওয়ার চেষ্টা করব।
Google Pixel 5 pro price in Bangladesh
গুগল পিক্সেলের এই ফোনটি সবার মনে জায়গা দখল করে নিয়েছে। এই ফোনটির ফিচার অন্যান্য ফোন অপেক্ষা অনেক উন্নতমানের। যেকোনো গেমার দের কাছে এই ফোনটি সবচেয়ে বেশি জনপ্রিয়। যারা কিনা ফটোগ্রাফি করতে ভালোবাসে তাদের জন্য এই ফোনটি অনেক ভালো। ফোনটিতে হাই রেজুলেশন ক্যামেরা সংযুক্ত করা হয়েছে এর পাশাপাশি উচ্চ ক্ষমতা সম্পন্ন প্রসেসর লাগানো হয়েছে। আর আজকে আপনারা আলোচনার মাধ্যমে জানতে পারবেন এই ফোনের বিস্তারিত তথ্য। অবশ্যই ফোন কেনার পূর্বেই আপনাকে সকল তথ্য ভালোভাবে জেনে নিতে হবে।
ফোনটির ব্রান্ড হচ্ছে গুগল। আরে ফোনটির মডেল Pixel 5, মডেলগুলোর ডাকনাম GD1YQ,GTT9Q,G5NZ6। আর এই ফোনটি লঞ্চ করা হয় ২০২০ সালের ১৫ই অক্টোবর। ফোনটিতে ডিসপ্লে ফোল্ডিং ডিসপ্লে ব্যবহার করা হয়েছে। আর এই ডিসপ্লের সাইজ লম্বা পাশে ৫.৭ ইঞ্চি এবং এর প্রস্থ 2.77 ইঞ্চি। ফোনটির ওজন মাত্র ১৫১ গ্রাম। আর এই ফোনটি পাচ্ছেন আপনারা বিভিন্ন রঙের। যেসব রঙ আপনাদের কাছে পছন্দ সেসব রঙ্গের মূলত ফোনটি রয়েছে। কালো ও সবুজ রঙের এই দুই রঙের ফোনটি পেয়ে যাচ্ছেন আপনি।
আর এই ফোনটি ব্যবহার করে আপনি ফুল এইচডি ভার্সনের ভিডিও দেখতে পারবেন। কোনরকম এসকাস আসবেনা। অর্থাৎ ভিডিও গুলো 1080×2340 এত পিক্সেলের দেখতে পারবেন। আর এই ফোনটির রিফ্রেশ রেট ৯০ হর্স। ফোনটি এতটাই স্লিম যে যে কেউ প্রথম দেখায় পছন্দ করবে। আর তাইতো ফোনটির জনপ্রিয়তা সকলের কাছে পৌঁছে গিয়েছে। গুগলের ফোন গুলো খুবই উচ্চ শক্তি সম্পন্ন হয়ে থাকে। আর তাইতো আপনি নির্দ্বিধায় এই ফোনগুলো দোকান থেকে ক্রয় করতে পারেন।
আর এই ফোনটিতে স্নাপ ড্রাগন প্রসেসর ব্যবহার করা হয়েছে। আর বুঝতেই তো পারছেন যেখানে স্ন্যাপস ড্রাগন প্রসেসর রয়েছে সেই ফোনটি কতটা উঁচু শক্তি সম্পন্ন। এমনকি এই ফোন ব্যবহার করে যে কোন ভারী কাজ সহ ফ্রী ফায়ার পাবজির মতো গেম অনায়াসেই খেলা যাবে। ফোনটিতে রেম হিসেবে ব্যবহার করা হয়েছে আট জিবি এবং ফোন মেমোরি অর্থাৎ স্টোরেস রয়েছে ১২৮ জিবি। তাহলে বুঝতে পারছেন ৮ জিবি এবং ১২৮ জিবি যে ফোনে ব্যবহার করা হয়েছে সে ফোনটি কতটা ভালো। আর এই ফোনটির অপারেটিং সিস্টেম এন্ড্রয়েড ১১। তবে আপগ্রেড হয় ১৪ হতে পারে।
যারা ফটোগ্রাফি করতে পছন্দ করে তাদের পছন্দের তালিকায় ফোনটি থাকতে পারে। কেননা এই ফোনটিতে ব্যবহার করার রয়েছে ডুয়াল ক্যামেরা। আর এই ফোনের ক্যামেরা ব্যবহার করে খুবই ঝকঝকে পরিষ্কার ছবি তোলা যাবে। এমনকি এই ফোনটির সামনে সেলফি ক্যামেরা রয়েছে। আর এই সেলফি ক্যামেরা ব্যবহার করে আপনি ছবি তুলতে পারবেন। দীর্ঘক্ষণ যারা মোবাইল ফোন টিপতে পছন্দ করেন তাদের এই ফোনটি পছন্দের তালিকা থাকতে পারে। কেননা এই ফোনটিতে ৪০০০ ওয়াটের ব্যাটারি ব্যবহার করা হয়েছে। দ্রুত ব্যাটারি দিয়ে চার্জ দেওয়ার জন্য ১৮ ওয়ার্ডের একটি চার্জিং ব্যবস্থা রাখা হয়েছে।
যারা অল্প বাজেটের মধ্যে ভালো একটি ফোন কিনতে চান। তারা চাইলে গুগল পিক্সেলের এই ফোনটি সংগ্রহ করতে পারেন। কেননা ফোনটি অনেক ভালো এবং উচ্চ গতি সম্পন্ন একটি ফোন। আর এই ফোন সম্পর্কে আপনি বিস্তারিত তথ্য জানতে পারেন। এরপরেও ফোন নেওয়ার পর ভালোভাবে চেক করে নিবেন। আপনারা যারা অল্প বাজেটের মধ্যে একটি ভাল ফোন ক্রয় করতে চাইছেন তারা চাইলে নির্দ্বিধায় এই ফোনটি ক্রয় করতে পারেন। আর এই ফোনটির বাজার মূল্য রাখা হয়েছে ১৮,৪৯৯ টাকা। আর এই অল্প দামের মধ্যে কিন্তু ফোনটি আপনি পেয়ে যাচ্ছেন ধন্যবাদ।
Google Pixel 5 Price in Bangladesh 2024
আপনি যদি ২০২৪ সালে এসে এই ফোনটি সংগ্রহ করতে চান। তাহলে আপনার নিকটস্থ কোন ভালো দোকানে গিয়ে এই ফোনটি ক্রয় করতে পারেন। তবে এই ফোনের বিস্তারিত আমরা কিন্তু উপরে আলোচনা করছি। সেখানে ফোনটির বিভিন্ন কোয়ালিটি সহ দামের কথা উল্লেখ করছি। যাতে করে আপনাদের এই বিষয়গুলো ভালোভাবে ক্লিয়ার হয়ে যাবে। আরে ফোনগুলো যেহেতু অনেক ভালো সে হতেই ফোনগুলো আপনি ক্রয় করতে পারেন ধন্যবাদ।